পদ্মাপাড়ের গাঁথা সেই পদ্মা, রূপবতী পদ্মা, ছুঁই ছুঁই করছে এখনমসজিদ-মাদ্রাসা-ডাকঘর-হাসপাতাল হাট-বাজার-ফলবতী আম কাঁঠালের বাগান, কবরস্থান, বুকভরাশস্য-শীষ নিয়ে ডুবে গেছে সাধ্যের ক্ষেত খামার,সোনাভানের সচ্ছল সংসার, রঙিন ফুল তোলা শিকা,বেড়ায় টাঙ্গানো জোড়া পাখি ‘সুখে থাক’, ফুলের ওপরঝিমধারা কালো ভ্রমর, তুলো আর মাছের আঁশের...
নিষ্করুণ সময়ের কাছে আর একটু সময় কি যায় না পাওয়া, আর একটু সময়-পোড় খাওয়া এই অসমাপ্ত জীবনটা তাহলে আর একবার ঘঁষে -মেজে নিতেম ঝকমকে করে, যত খুঁত আছে, যত আছেফাটল, আগাছায় ভরা ঝোঁপঝাড়গুলো সাজাতাম তাহলে আর একবার নতুন করে, জীবনের ফুলের...